Diagonal Dilemma


কাশেম এর কাছে একটি খেলনা আছে যা দিয়ে সে প্রতিদিন খেলে। একদিন খেলার সময় সে লক্ষ্য করল যে তার খেলনার একটি বৈশিষ্ট্য রয়েছে এবং তা হল"এটিকে দুটি পঞ্চভুজের মাধ্যমে আঁকা যায় যেখানে দ্বিতীয় পঞ্চভুজের একটি বাহু ও প্রথম পঞ্চভুজের একটি কর্ণ একই। এছাড়া পঞ্চভুজদ্বয়ের মাঝে কোন সাধারণতা ও মিল নেই।"কাশেম চিত্রটি একে দেখল যে, সম্পূর্ণ চিত্রটি আবার ভিন্ন বাহু বিশিষ্ট একটি বহুভুজ নির্দেশ করছে। কাশেম একই বাহু বিশিষ্ট একটি বহুভুজ অন্য জায়গায় একে তার সবগুলো কর্ণ যোগ করে দেয়। তুমি কি বলতে পারবে যে কাশেমের সর্বশেষ চিত্রে উৎপন্ন মোট ত্রিভুজ সংখ্যা কত?


Adhoc  


  0 Upvote                    0 Downvote

Statistics



Attempt 4


Solve 2


First Solve wahidsg69