হোজ্জাবাবুর কুমতি


নাসিরুদ্দিন হোজ্জাকে তো আমরা সকলেই চিনি। সে একবার রাস্তা দিয়া হাঁটিয়া যাইতেছিলো। এমন সময়ে কোন এক কুলক্ষণে একটি গাছে তিনটি সংখ্যা লেখা দেখিতে পাইল। তাহার মস্তকে তখনই কুমতি চাপিল। সে তিনটি সংখ্যাকেই মুছিয়া দিল। পরবর্তীতে দুইটি করিয়া সংখ্যা লহিয়া তাহাদিগের সংকলন বৃক্ষে লিখিয়া ফেলিল।
সংকলনসমূহ হইল $24, 27, 29$। তাহার উপরে আবার এই কুমতি কান্ডখানি লিখিয়া ক্ষ্যান্ত দিল এই বলিয়া যে তাহার মত বুদ্ধিমান হইলেই সে অধঃ হইতে দ্বিতীয় সংখ্যাটি বের করিতে পারপক্ষিবে। এই অকূল পারাবারে কে পারিবে এই সংকলনের রহস্য উদ্ঘাটন করিতে?

Basic  


Number Theory  


  6 Upvotes                    10 Downvotes

Statistics



Attempt 560


Solve 340


First Solve wasimur