$m \geq 69$ টি ($m > 1$) বাতি একটি সারিতে রাখা আছে, যার প্রত্যেকটি হয় চালু বা বন্ধ হতে পারে। প্রতি $1$ সেকেন্ডে আমরা এই বাতিগুলোর অবস্থা হালনাগাদ করি। যদি $i$-তম বাতি এবং এর প্রতিবেশীরা একই অবস্থাতে থাকে ($i = 1$ এবং $i = m$ এর জন্য একটি প্রতিবেশী), তাহলে এটি বন্ধ করে দেয়া হয়। তাছাড়া এটি চালু থাকে। প্রাথমিকভাবে সবচেয়ে বামের বাতিটি বাদে অন্য বাতিগুলো সব বন্ধ।
সবগুলো $m$ এর মানের যোগফল বের করো যাতে সেই $m$ এর জন্য সবগুলো বাতি কিছু সময় পর বন্ধ হয়ে যায়।