আমাদের বিখ্যাত জরিপকর্তা সফলভাবে তিন কন্যার বয়স বের করতে পারার পর পরের বাসার দরজার সামনে গেলো। এবার আরেকজন মহিলা বের হয়ে এসে বললো - "আমার তিন ছেলে আছে। তিন ছেলের প্রত্যেকের বয়স হলো অন্য দুই ছেলের বয়সের শেষ অঙ্কের যোগফল।" জরিপকর্তা জিজ্ঞেস করলো- "আপনার কাছে কি আমার জন্যে আর কোনো ক্লু আছে?" এতে মহিলাটি উত্তর দিলো- "হ্যাঁ, কাল আমার বড় ছেলের জন্মদিন। আপনি যদি আজকের পরে যেকোনো দিনে আসতেন তাহলে আমি আপনাকে প্রথম ক্লু-টিও দিতে পারতাম না।"
তিন ছেলের বয়সের যোগফল কত?