কোনো গ্রহের একটি উপগ্রহের পর্যায়কাল 7 দিন, 3 ঘণ্টা, 43 মিনিট এবং অর্ধ-বৃহৎ অক্ষ গ্রহটির গড় ব্যাসার্ধের 15.3 গুণ। চাঁদের পর্যায়কাল 27 দিন, 7 ঘণ্টা, 43 মিনিট এবং অর্ধ-বৃহৎ অক্ষ পৃথিবীর ব্যাসার্ধের 60.3 গুণ। গ্রহের তুলনায় চাঁদ ও উপগ্রহটির ভর নগণ্য ধরে নাও। গ্রহটির গড় ঘনত্ব ও পৃথিবীর গড় ঘনত্বের অনুপাত বের কর।