Eccentricity of Satellite


একজন পর্যবেক্ষক একটি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের আনুমানিক উপকেন্দ্রিকতা নির্ণয়ের চেষ্টা করছেন। যখন এটি অপসূরে থাকে, তখন অল্প সময়ের মাঝে $\Delta \theta_2 = 2'44"$ সরে যায়। যখন পৃথিবী এবং উপগ্রহটিকে সংযোগকারী ব্যাসার্ধ ভেক্টর বৃহৎ অক্ষের সাথে লম্ব হয়, তখন ঐ একই পরিমাণ সময়ে উপগ্রহটি $\Delta \theta_2 = 21'17"$ সরে যায়৷ ধরে নাও পর্যবেক্ষক পৃথিবীর কেন্দ্রে আছে। উপগ্রহটির কক্ষপথের উপকেন্দ্রিকতা নির্ণয় কর।


Source: IOAA


Celestial Mechanics  


  0 Upvote                    0 Downvote

Statistics



Attempt 3


Solve 2


First Solve Abrar_Rahman