Origami


"হায়হায়, আজকেই তো নববর্ষ। আমার তো কিছু সাজানো হয় নাই৷ কী করবো আমি এখন?"

"উত্তেজিত হওয়ার কিছু নেই। কাগজ দিয়ে অরিগ্যামি বানায়ে ফেলো।"

"আমি তো বানাতে পারি না। তুমি বানায়ে দাও না একটা।"

পার্থিব একটা কাগজ নিয়ে এলো।

"দেখো, একটা উত্তল চতুর্ভজাকৃতি কাগজ $ABCD$ নিলাম। এটার $AB=BC=CD$ কিন্তু $AC≠BD$৷ এই যে, দুই কর্ণ বরাবর কাগজটিকে ভাগ করে নিলাম, তারা পরস্পর $E$ বিন্দুতে ছেদ করলো৷ মজার ব্যাপার দেখো, এখানে, $AE=DE$।... আচ্ছা, আমি বানানো শেষ করতে করতে বলো তো দেখি, এখানে $∠BAD+∠ADC$ এর মান কত?"


Geometry  


  2 Upvotes                    2 Downvotes

Statistics



Attempt 15


Solve 4


First Solve rimon2020abm