রঙ্গনের একটি জারে কিছু লাল ও সবুজ মিষ্টি রয়েছে। দৈবক্রমে সে একটি মিষ্টি তুললো, এর রঙ লিখে রাখলো, আবার জারে রেখে দিলো এবং এরপর দ্বিতীয় একটি মিষ্টি তুললো। উভয় মিষ্টিই লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রথমটি খেয়ে এরপর দ্বিতীয়টি তুললে দুটিই লাল হওয়ার সম্ভাবনার $105$%। ঐ জারে সর্বোচ্চ কতটি মিষ্টি থাকতে পারে?