বিয়ে বাড়ি


একটি বিয়ে বাড়িতে $50$ জন অতিথি ছিল। এদের মধ্যে $30$ জন হলো বর পক্ষ আর $20$ জন হলো কনে পক্ষ। বর পক্ষের লোকজন নিজেদের মাঝে বিয়ে বাড়িতে কোলাকুলি করে। কিন্তু কনে পক্ষের মাঝে কোলাকুলির রেওয়াজ নেই। তাই তারা শুধুমাত্র হাত মিলায়। বিয়ে বাড়িতে মোট হাত মিলানোর সংখ্যা কত?
উল্লেখ্য, এখানে কনে পক্ষ বর পক্ষের লোকেদের সাথেও হাত মেলাবে।

Combinatorics  


  0 Upvote                    0 Downvote

Statistics



Attempt 2924


Solve 1942


First Solve Charizard