মনে করি, $∆ABC$ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। $AB$ কে ব্যাস ধরে একটি বৃত্ত $w$ আঁকা হলো যেনো $AC$ ও $BC$ কে যথাক্রমে $M$ ও $N$ বিন্দুতে ছেদ করে। আবার $M$ ও $N$ বিন্দুতে $w$ এর দুটি স্পর্শক আঁকা হলো যারা $P$ বিন্দুতে ছেদ করে। $CP=MN$ হলে $\angle ACB$ এর মান নির্ণয় কর।