বাংলাদেশের বিজয় দিবস $16$ ডিসেম্বর। $1971$ সালের $16$ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করে।
$16-12-1971$
একসাথে লিখলে $16121971$ যা একটি মৌলিক সংখ্যা। নিলয় বিশাল বড় বোর্ডে $16$ ডিসেম্বর, $1971$ থেকে $16$ ডিসেম্বর, $2023$ পর্যন্ত সকল তারিখ একসাথে লিখে ($16121971$ এর মতো করে) যতগুলো মৌলিক সংখ্যা পেল সেগুলো মুছে দিল। বোর্ডে থাকা অবশিষ্ট সংখ্যা গুলোর যোগফল বের করে সে যোগফলের অংক গুলোর সমষ্টি বের করলো। এভাবে সে ততক্ষণ পর্যন্ত অংক গুলোর সমষ্টি বের করতে থাকলো যতক্ষণ না সে এক অংক বিশিষ্ট সংখ্যা পাচ্ছে। তাহলে তুমি কি বলতে পারবে তার সেই এক অংক বিশিষ্ট সংখ্যাটি কতো হতে পারে?