চাঁদের মধ্য দিয়ে একটি সোজা, সরু সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, যা চাঁদের কেন্দ্রের মধ্য দিয়ে যায় ( নিচের চিত্র লক্ষ করো)। একটি ক্ষুদ্র ভর m কে এর একপ্রান্ত থেকে ভেতরে ছেড়ে দেওয়া হলো। যদি m=1kg, তাহলে m ভরকে পৃষ্ঠের ছিদ্রের মধ্য দিয়ে ছেড়ে দেওয়ার পর চাঁদের বিপরীত পৃষ্ঠে পৌঁছাতে সেকেন্ডে সর্বনিম্ন কত সময় লাগবে? (Submit your answer in integer seconds)
ধরে নাও,
চাঁদ একটি $R=1.7 \times 10^6 m $ ব্যাসার্ধ ও
$M=7.3\times10^{22} kg$ ভরের সুষম নিরেট গোলক।
BdPhO- 2023, Dhaka Regional Category : C