M ভর ও R ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম, কঠিন চাকতি এমন একটি অক্ষের সাপেক্ষে ঘুরছে যা এর ভরকেন্দ্র দিয়ে যায় ও ডিস্কের তলের সাথে $60^{\circ}$ কোণ উৎপন্ন করে। উক্ত অক্ষের সাপেক্ষে ডিস্কটির জড়তার ভ্রামককে $\frac{a}{b}MR^2$ আকারে লেখা যায়, যেখানে $a$ ও $b$ পরস্পর সহমৌলিক। $(a+b)$ এর মান কত?