সাকিব-তামিম যুদ্ধ


একবার সাকিব আর তামিমের মাঝে ঝগড়া লাগল। ঝগড়ার বিষয় ছিল কে ভালো অলরাউন্ডার (লেখকের মানসপ্রতিমায়)। তাই তারা সিদ্ধান্ত নিল যে, তারা এক অদ্ভুত ধরণের ক্রিকেট খেলবে। মোট দশটি ম্যাচ খেলবে। সেখানে প্রতি ম্যাচে বল হবে মাত্র একটি। যে বেশি রান করবে সে জিতবে।

সাকিবের ম্যাচগুলোতে রান ছিল যথাক্রমে $7, 4, 9, 2, 10, 5, 1, 3, 8, 6$ (আসলেই। সাধারণত ক্রিকেট ম্যাচে আমরা $1,2,3,4,6$ রান দেখে থাকি। কিন্তু, ক্রিকেটের নিয়মানুসারে $1$ থেকে শুরু করে যেকোন পরিমাণ সিঙ্গেল নেয়া যায়। আমি একবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে হামিল্টন মাসাকাদজাকে $4$ টি সিঙ্গেল নিতে দেখেছি। পাকিস্তানের শহীদ আফ্রিদিকে $12$ মারতেও দেখেছি। বল গিয়ে ফ্লাডলাইটে লাগলে $12$ রান দেওয়া হয়। যদিও এই নিয়মটি এখনও আছে কিনা আমার জানা নেই)।

সাকিব মোট $5$ টি ম্যাচ জিতেছে। যে ম্যাচগুলোতে সে হেরেছে সে ম্যাচে সে তামিমের চাইতে মাত্র একটি রান কম করে। আবার যে ম্যাচগুলোতে সে জিতেছ, সে ম্যাচগুলোতে সে তামিমের দ্বিগুণ পরিমাণ রান করে। তাহলে, দশটি ম্যাচ মিলিয়ে তামিমের মোট রান কত ছিল?


Counting  


  0 Upvote                    0 Downvote

Statistics



Attempt 2499


Solve 2289


First Solve wasimur