ধরো একটি সিলিন্ডার একটি পিস্টন দ্বারা দুটি প্রকোষ্ঠে বিভক্ত। পিস্টনটি নড়তে পারে। শুরুতে প্রথম প্রকোষ্ঠে রাখা অক্সিজেন গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে $1$ $Pa$ এবং $12$ $L$ দ্বিতীয় প্রকোষ্ঠে রাখা অক্সিজেন গ্যাসের চাপ ও আয়তন যথাক্রমে $2$ $Pa$ এবং $4$ $L$। যখন সিস্টেমটি সাম্যাবস্থায় পৌঁছায়, তখন প্রথম প্রকোষ্ঠটির চাপ কত হবে? ধরে নাও, সিলিন্ডারের দেয়াল ও পিস্টনের ভেতর দিয়ে তাপের আদান-প্রদান হতে পারে।
Hint: Do you know Boyle's Law?