দুটি পরস্পর অনুরূপ প্লাটিনাম গোলক একে অপরের অভিকর্ষের প্রভাবে মহাকাশে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে। গোলকদ্বয়ের আবর্তনের কেন্দ্র হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব্বের মধ্যবিন্দু। গোলকদ্বয়ের আবর্তনের সম্ভাব্য সর্বনিম্ন পর্যায়কাল নির্ণয় করো।
(প্লাটিনামের ঘনত্ব, $ρ = 21500$ $kg/m^3$)