একদিন মাহি মাছ ধরার জন্য বর্শা হাতে নদীর পাড়ে গেলো। সে নদীর পাড়েই বসে রইলো। এমন সময় এক চমৎকার ঘটলো। সে পানির নিচে সমতলের সাথে $30°$ কোণে একটি মাছ দেখতে পেলো। যাই হোক না কেনো, তাকে আজকে মাছটা ধরতেই হবে। এখন, প্রশ্ন হলো, মাহিকে মাছটি ধরতে হলে তাকে সমতলের সাথে কত কোণে বর্শা ছুড়তে হবে, যেখানে পানির আপেক্ষিক প্রতিসরণাঙ্ক $4/3$।