চিত্রে, কালো বৃত্ত ও অর্ধবৃত্ত গুলোর ব্যাসার্ধ সমান। কালো ও ধূসর অংশের ক্ষেত্রফলের অনুপাত $2:3$। কালো ও ধূসর অংশের ব্যাসার্ধের অনুপাত $X:Y$ হলে, $X+Y$ এর মান কত? যেখানে, $X$ ও $Y$ পরস্পর সহমৌলিক সংখ্যা।