অংকন একটি সমতল দর্পণ অনুভূমিকের সাথে 10° কোণে একটি পানিভর্তি পাত্রের ভিতরে হেলিয়ে রাখলো। 550 nm তরঙ্গদৈর্ঘ্যের একটি সরু আলোক রশ্মি বায়ু থেকে পানির উপরিতলে আপতিত হলো। পানির প্রতিসরণাঙ্ক 1.33। আপতিত কোণের সর্বোচ্চ কত মানের জন্য আলোকরশ্মিটি আয়নায় প্রতিফলনের পর পানির উপরিতল থেকে বের হয়ে আসতে পারবে?