নিচের ছবিতে B বিন্দুতে একটি লোক সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছে। তাকে উদ্ধার করা প্রয়োজন। A বিন্দুতে থাকা একজন লোক যে কি না সৈকতে বালির উপর বসে আছে, সেখান থেকে সমূদ্রের পানিতে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যেতে চাইলে $\theta$ এর মান কত হওয়া প্রয়োজন?
নিচের ছবিটিতে লক্ষ্য কর। $\theta$ এর মান যখন পুর্বের ছবির $\theta$ এর মানের চাইতে বাড়ছে তখন লাল পথ ধরে A বিন্দু থেকে সমুদ্রে যেতে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। আবার $\theta$ এর মান যখন খুব কমে যাচ্ছে তখন নীল পথ ধরে A বিন্দু থেকে সমুদ্রের দূরত্ব বেড়ে যাচ্ছে। তার মানে নীল এবং লাল পথের মাঝে কোন এক $\theta$ এর জন্য A সবচাইতে কম দূরত্ব অতিক্রম করে সমূদ্রতে যেতে পারবে।