বেশিরভাগ তারা (Main Sequence) একই প্রক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে। এ কারণে তাদের ভর, $M$ এবং তাদের উজ্জ্বলতা (Luminosity), $L$ এর মধ্যে একটি প্রায়োগিক সম্পর্ক রয়েছে। This relation could be written in the form $$L/L_{sun} = (M/M_{sun})^\alpha$$ এই সম্পর্ক নিচের লগ-লগ ডায়াগ্রাম এ দেখানো হয়েছে। ${\alpha}$ এর মান বের করে তা সবচেয়ে কাছাকাছি পূর্ণসংখ্যায় প্রকাশ কর।