$100\space km/h$ সমবেগে সরলরেখ পথে বল্গা হরিণ টেনে নিয়ে চলেছে সান্তা ক্লজের স্লেজ। $d\space km$ দূরত্ব অতিক্রম করার পর হরিণগুলো ক্লান্ত হয়ে পড়ল। তারপর সান্তা হরিণদেরকে জাদু পানীয় খেতে দিলেন। সাথে সাথে তারা $120\space km/h.$ সমবেগে ছুটতে শুরু করল! একই দিকে আরো $2d\space km$ পথ পেরিয়ে স্লেজ থামল। সম্পূর্ণ যাত্রাকালে স্লেজটির গড়বেগ কত?