তোমার দশটি পোষা কবুতর ছিল। তুমি তোমার কয়েকজন বন্ধুকে সেগুলো ভাগ করে দিতে চাও। প্রথম বন্ধু ইচ্ছামতো কয়েকটি কবুতর নিল। এরপর যতগুলো কবুতর বাকি আছে, সেগুলো বাকি বন্ধুদের প্রত্যেককে $3$ টি করে দিলে $5$ টি অবশিষ্ট থাকে এবং $5$ টি করে দিলে $3$ টি অবশিষ্ট থাকে। প্রথম বন্ধু কয়টি কবুতর নিয়েছিল?
Basic
BdMO
104 Upvotes
34 Downvotes