গোপালের পাশা খেলা


গোপাল ভাঁড়ের সঙ্গে একবার ব্রহ্মা পাশা খেলতে বসেছিল। পাশায় যে দুটি ছক্কা ব্যবহৃত হচ্ছিল তাদের মধ্যে একটি ছক্কায় শুধু জোড় সংখ্যা অর্থাৎ $2, 4, 6$ লেখা ছিল। অন্যটিতে শুধু বিজোড় সংখ্যা অর্থাৎ $1, 3, 5$ লেখা ছিল। পাশা খেলায় এখন এমন একটি পর্যায় চলে এসেছিল যে যদি গোপালের দুটি ছক্কা মিলিয়ে $7$ উঠে তাহলে গোপাল জিতে যাবে। ঐ দানেই গোপালের জিতে যাবার সম্ভাবনা কত ছিল?
Source: MAA

Probability   Combinatorics  


  2 Upvotes                    1 Downvotes

Statistics



Attempt 2411


Solve 1868


First Solve wasimur