মার্বেল ঝামেলা


একদা দিপু তার পকেটে করে কিছু মার্বেল নিয়ে যাচ্ছিল। তার পকেটে যা মার্বেল ছিল তার তিন-পঞ্চমাংশ হলো নীল রঙের, বাকিগুলো লাল রঙের। তারপরে সে তার বন্ধুদের মার্বেল খেলতে দেখল। সে সেখানে তাদের সঙ্গে মার্বেল খেলতে বসে গেল। খেলায় সে সব লাল মার্বেল লাগিয়ে দিল। খেলা শেষে দেখা গেল দিপু যেই পরিমাণ লাল মার্বেল লাগিয়েছিলো ঠিক সেই কয়টি লাল মার্বেল খেলায় জিতেছে। এবার পুরো মার্বেল সে পকেটে রেখে দিল। তাহলে তার পকেটের মার্বেলগুলোর মোট কতভাগ লাল মার্বেল থাকবে?


Source: MA


Algebra  


  0 Upvote                    0 Downvote

Statistics



Attempt 839


Solve 531


First Solve wasimur