"UEFA Champions League" এ প্রতি বছর ইউরোপের বিভিন্ন দেশের সর্বোচ্চ স্তরের লীগের সেরা $88$ অথবা $89$ টি দল খেলে থাকে। গ্রুপ পর্বে মোট $32$ টি দল খেলে। এই $32$ টি দলকে $8$ টি গ্রুপে $4$ টি করে দলে ভাগ করে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি দলই এখানে একেকটি Champion (এজন্যেই এটির নাম Champions League)। তাই কোন ম্যাচে কোন দল জিতবে তা আগে থেকে বলা যায় না। এমনকি কোনো দলের জেতার সম্ভাবনা বেশি কিনা তাও না। প্রতি গ্রুপে সেরা দুটি দল পরের পর্বের জন্যে উত্তীর্ণ হয়। মোট $8$ গ্রুপ থেকে সেরা $16$ টি দলকে নিয়ে নক আউট পর্ব শুরু হয়। এরপরে প্রতিটি পর্বে হারলেই দল বাদ পড়ে। যদি কোন খেলা ড্র না হয়ে থাকে তাহলে য়্যুভেন্টাসের প্রথম হবার সম্ভাবনা কত?