রিচার্ড ফেইনম্যান


প্রফেসর রিচার্ড ফিলিপস ফেইনম্যান, পৃথিবী বিখ্যাত নোবেল বিজেতা একজন পদার্থবিজ্ঞানী। যিনি কাজ করতেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে। আর উদ্ভাবন করেছিলেন ন্যানো টেক, কোয়ান্টাম কম্পিউটেশনের মতন যুগান্তকারী সব ধারনার। কোন এক গ্রীষ্মে ফেইনম্যান একবার দক্ষিন আমেরিকায় গিয়েছিলেন পদার্থবিজ্ঞান বিষয়ে লেকচার দেবার জন্য এবং সেখানকার গ্রীষ্মের প্রকৃতিকে উপভোগ করতে। তার বিখ্যাত দুইটি বই "Surely You're Joking, Mr. Feynman!" এবং "What Do You Care What Other People Think?" এর জন্য তিনি বিখ্যাত জনসাধারণের কাছেও, যদিও তার আবিষ্কার গুলো ছিল সাধারণ মানুষের ধারন ক্ষমতার উর্ধে।

ফেইনম্যানের জীবনে অন্যতম একটা আকর্ষন ছিল বিভিন্ন পাজল সমাধান করা এবং নিত্যনতুন পাজল, ধাঁধা ইত্যাদি তৈরি করা। কিছুদিন আগে একজন বৃদ্ধ কৃষক কিছু গবেষনার কাগজপত্র পেয়েছিলেন, যা ধারনা করা হয় প্রফেসর ফেইনম্যানেরই গবেষনার অংশবিশেষ এবং ১৯৪৯ সালে যখন তিনি দক্ষিন আমেরিকায় গিয়েছিলেন তখন সেই কৃষকের বাসায়ই তিনি অতিথি হিসেবে ছিলেন। সেই নোটটি ছিল মেসন কণা এবং ইলেক্ট্রমেগনেটিসম নিয়ে, যার পাশে এক টুকঅলিতে একটা পাজল ও ছিল। যেখানে তিনি লেখেছিলেনঃ একটি N × N গ্রিডে কয়টি ভিন্ন ভিন্ন বর্গক্ষেত্র রয়েছে?
তুমি কি বলতে পারবে, একটি স্বাভাবিক দাবা বোর্ডে মোট কয়টি বর্গ থাকে?



Counting  


  1 Upvote                    0 Downvote

Statistics



Attempt 1268


Solve 1091


First Solve wasimur