গোমুজের হাটযাত্রা


মি. গোমুজ সাহেবের বউ তাকে বাজারের ব্যাগ ধরিয়ে বাজারে পাঠিয়ে দেওয়ার আগে বলেছেন একটা গাজর,দুইটা মুলা আর একটা জাম্বুরা আনতে।মি. গোমুজ বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানলেন গাজর $a$ টাকা মুলা $b$ টাকা আর জাম্বুরা $c$ টাকা দরে বিক্রি হচ্ছে।এক দোকানির সাথে হালকা দরাদরি করতে গেলে সে বলল "গৌরব ভাই তো একটু আগেই এই দরে $b$ টা গাজর, $b$ টা মুলা আর $(a+b)$ টা জাম্বুরা $77$ টাকায় নিয়ে গেলেন। গোমুজ ভাই, এই দরেই নিয়া যান নইলে ভাবী আপনারে ঝাটা পেটা করবে।"

বউয়ের ভয়ে আর তক্ক না করেই বেচারা গোমুজ বউয়ের কথা অনুযায়ী সব নিয়ে নিল।এখন দোকানদারকে সে $100$ টাকা দিলে দোকানদার তাকে কত ফেরত দিবে?

ধরে নেও বাংলাদেশ ব্যাংক $1$ টাকার নিচে যেকোন মানের মুদ্রা উঠিয়ে নিয়েছে।


Basic  


  9 Upvotes                    1 Downvotes

Statistics



Attempt 572


Solve 433


First Solve Gourab